৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি ছাত্রলীগ

৮ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। দীর্ঘদিন পর পরিচয় পাওয়ায় উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। শনিবার (১১ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৯৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, ২০২২ সালের ৩১ জুলাই আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্র। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইফুল-অমিত কমিটির সময় সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরপর দুই সদস্যের দুটি কমিটি গত হলেও তা আলোর মুখ দেখেনি।
এদিকে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বসিত ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা কমিটি প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল শুরু করেন। ইবি ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
নতুন পরিচয় পাওয়া সাংগঠনিক সম্পাদক লিয়াকত রাকিব বলেন, ছাত্রলীগ ভালোবাসার একটি সংগঠন। সংগঠনের পরিচয় পেয়ে আনন্দিত। এজন্য শাখা ছাত্রীলীগের সভাপতি-সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। পূর্ণাঙ্গ কমিটির ফলে এই ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে ইবি ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে, এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ। এর মধ্য দিয়ে নিবেদিতপ্রাণ কর্মীরা পরিচয় পেলেন। এই কমিটির মধ্য দিয়ে ইবি ছাত্রলীগ আরও শক্তিশালী হয়েছে। আগামী দিনে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে।
ইবি ছাত্রীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ করার আশা সকল নেতাকর্মীর ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের সহযোগিতায় কর্মীদের আশা পূর্ণ হয়েছে। আশা করি এই ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।
রাকিব হোসেন/আরএআর