গ্রিন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার ডে উদযাপন

শেক্সপিয়ার ডে-২০২১ পালন করল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ব্রিটিশ সাহিত্যিক ও নাট্যকার শেক্সপিয়ারের স্মরণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংলিশ ক্লাবের উদ্যোগে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারপারসন কে এম ওয়াজেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মূল প্রবন্ধ পাঠ করেন শেক্সপিয়ার গবেষক, অনুবাদক ও কবি মোস্তফা তোফায়েল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামিম মন্ডল ও গোলাম মহিউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংরেজি সাহিত্যকে জানতে হলে শেক্সপিয়ারকে জানতে হবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন সমাজে শেক্সপিয়ারের নাটকের প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়।
২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস, ওথেলো, হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ পারফর্ম করেছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ক্লাব। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল ও গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামেও ওথেলো প্রেজেন্ট করেছে এ বিভাগের শিক্ষার্থীরা।
ধারণা করা হয়, ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন শেক্সপিয়ার। ৫২ বছর বয়সে ১৬১৬ সালের ২৩ এপ্রিল তার মৃত্যু হয়।
আরএইচ
