ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বাতিলসহ ৫ আল্টিমেটাম জবি প্রশাসনকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্ররাজনীতি বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) শিক্ষার্থীদের গায়েবি জানাজা ও কফিন মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা এসব দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ২. ছাত্রীদের ছাত্রী হলের নিরাপত্তা দিতে হবে, ৩. ছাত্রলীগের প্রোগ্রামে ক্যাম্পাসের বাস দেওয়া যাবে না, ৪. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে ও ৫. মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।
এমএল/জেডএস