জবিতে ছাত্রশিবিরের ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা গেছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোট ১১টি স্টল সাজানো হয়েছে। স্টল ঘিরে এ দিন সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
স্টলে ঘুরতে আসেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি বলেন, শিবিরের এই প্রকাশনী উৎসব অবশ্যই একটি সুন্দর ম্যাসেজ দিচ্ছে, সবাইকে বই কিনতে উৎসাহ দিচ্ছে এবং তাদের স্টলের ভলেন্টিয়াররা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। তবে তাদের সব বইগুলোই দেখলাম ইসলামিক বই। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি এই বই উৎসবে সব ধরনের বই থাকা উচিত ছিল।
আরও পড়ুন
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, ইসলামিক ছাত্রশিবির খুবই সুন্দর একটা আয়োজন করেছে, বিভিন্ন স্টল ঘুরেছি। বেশকিছু বই দেখেছি এবং একটা বই কিনেছি।
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে। বই মানে পড়া, পড়া মানে জ্ঞান, এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য। আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও এমন আয়োজন করুক।
প্রকাশনা উৎসবের আয়োজক ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি আসাদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিবির শিক্ষার্থীদের সংকট, সম্ভাবনা, প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জবি শিবিরের এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাজাম্মুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন এবং শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
এমএল/এমজে