বিভিন্ন সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ঢাবি শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্ন সেবা নিয়ে পাশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ভর্তিচ্ছুদের সহায়তায় শিবিরের পক্ষ থেকে ৬টি ইনফরমেশন বুথ ও ৩টি অভিভাবক লাউঞ্জ বসানো হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছিলেন।
ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের নিরাপদ বসার স্থান হিসেবে কলা ভবনের সামনে, শহীদ মিনার ও কার্জন হল এলাকায় গার্ডিয়ান লাউঞ্জ বসিয়েছে ঢাবি শিবির।

তাছাড়া, কলাভবন, ভিসি চত্বর, কার্জন হল, শহীদ মিনার, সেন্ট্রাল মসজিদ, টিএসসিতে মোট ৬টি সহায়তা বুথ বসিয়েছে তারা। বুথগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পর্যাপ্ত খাবার পানি, কলম, পেন্সিল প্রদান করা হয়। ইনফরমেশন বুথগুলোতে শিবিরের নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। তাছাড়া, প্রতিটি বুথে ও গার্ডিয়ান লাউঞ্জে মেডিকেল টিম ও প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল।
মুগদা থেকে আসা এক পরীক্ষার্থীর বাবা শামছুল আলম ঢাকা পোস্টকে বলেন, আজকে এসে ভাবছিলাম এত মানুষজন, স্বস্তি পাবো কি-না। এমনিতেই আমি অসুস্থ, আর এত ভিড়ের মধ্যে আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। পরে হঠাৎ শিবিরের এই লাউঞ্জের দিকে নজর আসে। এখানে চেয়ারও রাখা আছে, পর্যাপ্ত পানি- ঔষধও আছে।

আরেক অভিভাবক মোখলেছুর রহমান বলেন, অনেকেই আজকে বিভিন্ন সহায়তা ডেস্ক খুলেছেন। শিবিরকেও দেখছি শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে। দীর্ঘদিন তারা শিক্ষার্থীদের পাশে আসার সুযোগ পায়নি। আজকে তারা সুন্দর উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের তথ্য প্রদান, পর্যাপ্ত পানির ব্যবস্থা, কারো ঔষধ লাগলে সেটাও তারা দিয়েছে। তাছাড়া, আমরা যারা অভিভাবক আছি তাদেরও বসার জায়গা করে দিয়েছে তারা। তাদের সাধুবাদ জানাই।
এ বিষয়ে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যখনই সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা এবারের মতো ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে প্রাথমিক চিকিৎসা সেবা, অভিভাবকদের জন্য নিরাপদ বসার স্থান, মেডিকেল টিম, পর্যাপ্ত পানি ও কলমসহ বিভিন্ন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে সহায়তা করছি। এভাবে আমাদের নানা উদ্যোগ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সব রানিং শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কেএইচ/এমএ