যুবদল নেতা তৌহিদুল হত্যার বিচারের দাবি ছাত্র ফ্রন্টের

বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও যৌথবাহিনীর হাতে যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শনিবার (১ ফেব্রুয়ারি) ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের দেয়া বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌথবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়েও রাষ্ট্রীয় এই বাহিনী বিচারবহির্ভূত হত্যাসহ দমনপীড়ন বহাল রেখেছে। জুলাইয়ের ছাত্র-শ্রমিক, জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধ হয়নি। আমরা দেখছি ন্যায্য দাবিতে শ্রমিক, শিক্ষক, ছাত্ররা আন্দোলনে নামলে পুরোনো কায়দায় সব আন্দোলনে হামলা করছে সরকারি বাহিনী। একইভাবে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যথেষ্ট ক্ষমতার ব্যবহার করে জনগণের ওপর দমন পীড়ন নামিয়ে আনছে। তার সর্বশেষ নজির এই নৃশংস হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় বাহিনীর এমন কাজ অত্যন্ত ন্যাক্কারজনক। যা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।
বিবৃতিতে অবিলম্বে মো. তৌহিদুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং বিচারবহির্ভূত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
ওএফএ/এমএন