ঢাবি সংগ্রহশালায় আবু সাঈদ-ওয়াসিমের ছবি-জামাকাপড়-বই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতি সংগ্রহশালায় রাখা হবে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ মো. আবু সাঈদ মিয়ার নিহত অবস্থায় পরনে থাকা প্যান্ট ও চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের প্যান্ট, পাঞ্জাবি এবং তার পঠিত একটি বই ও ছবি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপাচার্য অফিস-সংলগ্ন সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তাদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-উপাচার্য অধ্যাপক সায়েমা হক বিদিশা (প্রশাসন), প্রো-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার মা মোছা. মনোয়ারা বেগম ও ভাই। শহীদ ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবা শফিউল আলম ও বোন সাবরিনা ইয়াছমিন।
আরও পড়ুন
এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে শহীদ আবু সাঈদ ও ওয়াসিমের পরিবার উপাচার্য স্যারের লাউঞ্জে উপস্থিত থেকে তাদের কিছু ছবি, বই, কাপড়চোপড় জুলাই শহীদ স্মৃতি সংগ্রহশালায় রাখার জন্য দিয়েছেন। আপাতত সেগুলো চারুকলা অনুষদের ডিনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সংগ্রহশালার কাজ সমাপ্ত হলে আবু সাঈদ ও ওয়াসিমের জামাকাপড়, বই ছবি ইত্যাদি সেখানে রাখা হবে।
উল্লেখ্য, আবু সাঈদ শহীদ হন ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। একই দিনে চট্টগ্রামের মুরাদপুর এলাকার ষোল শহরে শহীদ হন ওয়াসিম। শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
কেএইচ/এআইএস