বঙ্গবন্ধুর ম্যুরালে হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করলেন শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় তারা শেখ হাসিনার এই ব্যঙ্গচিত্র দাহ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’।
আন্দোলনরত শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, খুনি হাসিনার হাতে হাজারো ছাত্র সমাজের রক্তের দাগ লেগে আছে। খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্তিত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবি শাখার অন্যতম সমন্বয়ক শামসুজ্জামান বলেন, শেখ হাসিনা লাইভে এসে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কেমনে? ফ্যাসিবাদকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে।
শিপন তালুকদার/এএমকে