জবি শিক্ষার্থী তানভীরের উপন্যাস ‘অনিকেত’র মোড়ক উন্মোচন

এবারের বইমেলায় মোড়ক উন্মোচিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, তরুণ লেখক তানভীর হাসান আসিফ রচিত ইসলামী ঐতিহাসিক উপন্যাস ‘অনিকেত’।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রখ্যাত লেখক ও গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বইটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচনে সংক্ষিপ্ত আলোচনায় গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ বলেন, উপন্যাস আমাদের অনেকেরই প্রিয় একটি বিষয় এবং উপন্যাসের মধ্য দিয়ে অনেক দর্শন প্রকাশিত হয়ে থাকে।
আরও পড়ুন
তিনি অনিকেত উপন্যাসটি পাঠক মহলে সমাদৃত হবে এবং তরুণ লেখক তানভীর ভবিষ্যতে ম্যাক্সিম গোর্কি বা পুশকিনের মতো বিশ্ববিখ্যাত দার্শনিক হয়ে উঠবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অনিকেত একটি ইসলামী ঐতিহাসিক উপন্যাস। যেটি রুশ বিপ্লব পূর্বাপর, মধ্য এশিয়ার মুসলিমদের সংগ্রামী ইতিহাসের ওপর ভিত্তি করে রচিত। শ্রেণি বৈষম্যের শিকার একজন যুবকের বিপ্লবী হয়ে ওঠার গল্পকে ধারণ করে উপন্যাসটি এগিয়ে গিয়েছে যেটির জুলাই বিপ্লবের সঙ্গে মিল রয়েছে।
তিনি উপন্যাসটির সফলতা কামনা করেন এবং তরুণ সমাজকে আরও বেশি সাহিত্য পড়তে ও লিখতে আহ্বান জানান।
লেখক তানভীর জানান, উপন্যাসটিতে চব্বিশের জুলাই বিপ্লবের একজন যোদ্ধা নিজেকে খুঁজে পাবেন।
অনিকেত উপন্যাসটি প্রকাশিত হয়েছে স্যাপিয়েন্স পাবলিকেশন থেকে এবং বইটি পরিবেশনা করছে বিন্দু প্রকাশ। মেলার ২৬৬ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
এমএল/এমএসএ