নতুন রাজনৈতিক দলে কোনো নতুনত্ব দেখিনি : নাসির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু আমরা নতুন রাজনৈতিক দলে কোনো নতুনত্ব দেখিনি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিএনপি নেতা মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা এবং ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে গিয়ে যে সকল পলিসি গ্রহণ করেছিলেন, সেসকল পলিসি নতুন রাজনৈতিক দল গ্রহণ করেছে। এটি কোনো দোষের কিছু নয় বলে আমরা মনে করছি। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেখানে সাংগঠনিক কাঠামোতে নতুন কোনো কিছু দেখতে পায়নি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ থেকে হয়েছে বলে মনে করছি। তাদের ফরেন পলিসির বিষয়ে নতুনত্ব কিছুই দেখিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, ১৯৮০ সালে ২০ বছর মেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপি সংস্কার কাজ শুরু করেছে। আজকে হয়ত অনেকেই জানে না। মালয়েশিয়ার পুত্রজায়াতে মাহতির মোহাম্মদ টুয়েন্টি টুয়েন্টি একটি টাওয়ার করেছে, সেখানে শহীদ জিয়ার ২০ বছর মেয়াদি পরিকল্পনার সমস্ত কর্মসূচি লেখা আছে। এরপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া টুয়েন্টি-থার্টি ভিশন উপহার দিয়েছেন। সর্বশেষ আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছেন। কাজেই আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপির সংস্কার শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই সংস্থার চলবে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন। এতে আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান, চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক এস. এম. নছরুল কদির প্রমুখ।
আতিকুর রহমান/আরএআর