আইইউবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

প্রায় ৬০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ও নেটওয়ার্কিং ডে ২০২৫।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপি অ্যান্ড এআর) কার্যালয়।
দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরি কথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেয়, এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেয়।
উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। এতে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সিনিয়র শিক্ষক-কর্মকর্তা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিদার এ হোসেইন বলেন, ‘মন যাতে সায় দেয়, সেই পথে যাও। যা করতে ভালো লাগে, সেটা করো। অর্থ উপার্জনই শেষ কথা নয়। নিজের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, বুঝতে হবে তুমি কোথায় যাচ্ছ। যে সুযোগটা পেয়েছো, আজকে যারা এসেছে তোমাকে ক্যারিয়ারে সাহায্য করতে, তাদের কথা ভাবো। তারপর বুঝেশুনে সিদ্ধান্ত নাও কোন কাজটা তুমি করতে চাও।’
উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, ‘পাস করার পর শিক্ষার্থীরা যেন একটা ভালো জায়গায় কাজের সুযোগ পায়, তা নিশ্চিত করা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় দায়িত্ব। আইইউবিতে আমরা ক্যারিয়ার ডে-কে এমন একটা প্লাটফর্ম হিসেবে দেখি, যেখানে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ তৈরি হয়। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যেন তারা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড বলেন, ‘সংযোগ তৈরি করো। শুধু স্টলগুলো ঘুরে ঘুরে দেখলে হয়তো কিছু শিখতে পারবে, কিন্তু তাতে সংযোগ তৈরি হবে না। সংকোচ ঝেড়ে ফেলে এগিয়ে গিয়ে কথা বলো দেখবে স্টলে যারা আছে, তারা হয়তো নিজেরাই বলবে, ‘‘হাই, কীভাবে তোমাকে সাহায্য করতে পারি?’’ সেখান থেকেই শুরু। শুধু যেসব স্টল তোমার পছন্দ, সেগুলোই নয়, যেগুলো পছন্দ না, সেগুলোতেও যাও। কোথায় তোমার জন্য কোন সুযোগ অপেক্ষা করছে কেউ জানে না।’
মুনশি এইচআর সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান পাভেল বলেন, ‘শিক্ষার্থীদের আগে বুঝতে হবে তারা কী চায়, কী করতে ভালো লাগে। ক্যারিয়ার সবসময় সরল পথে চলে না। আমি কম্পিউটার সায়েন্স দিয়ে শুরু করেছিলাম, পরে এসে দেখি আমার ভালো লাগছে মানবসম্পদ। তাই বলি, নেটওয়ার্কিং ও নিজেকে জানাটা খুব জরুরি।’
আইইউবির সাবেক শিক্ষার্থী এবং এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা কাজী ইয়ামিন কবীর তুষার বলেন, ‘এখনকার চাকরির বাজারে বহু কাজ একসঙ্গে জানতে হয়, করতে হয়। শুধু ইঞ্জিনিয়ার বা কোডার হলেই হবে না, সব কিছুতেই কিছুটা দক্ষতা দরকার। প্রত্যেকটা স্টল ঘুরে দেখো, কথা বলো, জানার চেষ্টা করো তারা কী করছে। এ কথাবার্তার মধ্যেই হয়তো তোমার জন্য কোনো দরজা খুলে যাবে।’
ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, বিকাশ লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
এফএমসিজি খাত থেকে অংশ নেয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এসিআই পিএলসি এবং এম এম ইস্পাহানি লিমিটেড। অন্যান্য খাত থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো শেভরন বাংলাদেশ, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার টয়লেট্রিজ, ইফাদ গ্রুপ, এসকয়ার ইলেকট্রনিক্স, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড, এইচএস এন্টারপ্রাইজ (হোন্ডা পাওয়ার প্রোডাক্টস বাংলাদেশ), সামিট কমিউনিকেশনস, সুপারস্টার গ্রুপ, টিচ ফর বাংলাদেশ, ফকির অ্যাপারেলস, হা-মীম গ্রুপ, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড, বিএসআরএম, এপেক্স ফুটওয়্যার, অগমেডিক্স বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস পিএলসি, এটিএন নিউজ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।
আয়োজক আইইউবির সিজিপি অ্যান্ড এআর এর উপ-পরিচালক শারমিন ইসলাম বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ গড়ার জন্য শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। প্রতিটি আলাপ ও জমা দেয়া সিভি তাদের পেশাগত লক্ষ্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। আইইউবির শিক্ষার্থীদের সম্ভাবনায় যারা আস্থা রেখেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের শিক্ষার্থী আল-জাওয়াদ ইসলাম সাদমান।
এমএসএ
