‘জবি শিক্ষার্থীদের ভাড়াটে হিসেবে বেঁচে থাকতে হয়’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর মেহেদী হাসান জুয়েল।
ফেসবুক পোস্টে এই শিক্ষক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য—এখানে শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা যখন রাজধানীতে পড়াশোনা করতে আসে, তখন তাদের ছাত্র নয় বরং ভাড়াটে হিসেবে বেঁচে থাকতে হয়।
সহকারী এ প্রক্টর বলেন, হল না থাকায় শিক্ষার্থীদের বেশিরভাগই মেস, সাবলেট কিংবা ব্যাচেলর বাসায় অবস্থান করে। এসব স্থানে নেই নিরাপত্তা বা বাসযোগ্য পরিবেশ। অনেক শিক্ষার্থী রাতে না খেয়ে ঘুমাতে বাধ্য হয়। মাস শেষে বাড়ি থেকে টাকা না আসা পর্যন্ত বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নিতে হয়। তবুও তারা প্রতিদিন ক্লাস করছে, পরীক্ষায় অংশ নিচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে।
আরও পড়ুন
তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের সুবিধা থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা থেকে বঞ্চিত। আমাদের শিক্ষার্থীদের প্রতি মাসে ৮-১০ হাজার টাকা খবর হয়, যা অনেক মধ্যবিত্ত পরিবার সহ্য করতে পারে না। ফলে প্রতিভাবান অনেক ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়।
তিনি আরও বলেন, মানবতার দোহাই দিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু যখন একজন শিক্ষার্থী ফুটপাতে রাত কাটায় বা ৪-৫ জন মিলে একটি ছোট রুমে গাদাগাদি করে থাকে, তখন নীতিনির্ধারকদের চোখে জল আসে না কেন?
এমএল/এমএসএ