নটর ডেম কলেজে বার্ষিক বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

নটর ডেম কলেজে বার্ষিক বিজ্ঞান উৎসব ২০২৪ ও ঐতিহ্যবাহী ৩৪তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসব গত ৩০ এপ্রিল, ১ ও ৫ মে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনলাইনে ডিভিশনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ২৫ ও ২৬ এপ্রিল। দেশের ৮টি বিভাগের ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়।
উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য ড. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণাভিত্তিক শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। তিনি তার বক্তব্যে বিজ্ঞানচর্চার পাশাপাশি মূল্যবোধসম্পন্ন, মানবিক ও নৈতিক শিক্ষার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম সায়েন্স ক্লাবের মডারেটর ভিনসেন্ট টাইটাস রোজারিও। তার নেতৃত্বে এবং বিজ্ঞান ক্লাবের সদস্যদের কার্যকর সহযোগিতায় এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
এই আয়োজন দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শতাধিক শিক্ষার্থীকে একত্রিত করে এক অভিন্ন বৈজ্ঞানিক ও যুক্তিনির্ভর প্ল্যাটফর্মে। অংশগ্রহণকারীরা শুধু তাদের জ্ঞান ও দক্ষতাই তুলে ধরেননি বরং একে অপরের কাছ থেকেও শিখেছেন, যা একটি সহযোগিতামূলক শিক্ষাব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ।
নটর ডেম সায়েন্স ক্লাব এই উৎসবের মাধ্যমে আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির চর্চাকে নয়, বরং তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও জ্ঞানমুখী চিন্তাধারার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমএ
