তেজগাঁও কলেজ গেটে হকার ও যানজট অপসারণে স্মারকলিপি

তেজগাঁও কলেজের প্রধান ফটকের সামনের যানজট ও ভাসমান হকারদের অপসারণের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। এ দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির তেজগাঁও কলেজ শাখা।
মঙ্গলবার (২৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের মূল ফটকের সামনে চা-স্টল, ফলের দোকান, গৃহস্থলির সামগ্রীসহ বিভিন্ন অননুমোদিত দোকান গড়ে উঠেছে, যা শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়া যানজট, শব্দদূষণ ও বায়ুদূষণের কারণে একটি অশিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, হকারদের কারণে কলেজ এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এতে ইভটিজিং, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
সংগঠনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়, যাতে কলেজ গেটের সামনে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়। অন্যথায় তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
এআইএস
