তিন দাবিতে ব্লকেড প্রত্যাহার, ২৪ ঘণ্টার আলটিমেটাম বৈষম্যবিরোধী আন্দোলনের

গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখসারির নেতাদের ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে পূর্বঘোষিত সারাদেশের ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘গোপালগঞ্জে যা শুরু হয়েছে, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রক্সি স্টেট কায়েম করেছে। সেখানকার সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দেব না।’
আরও পড়ুন
এ সময় রিফাত রশিদ তিন দফা দাবি উপস্থাপন করে বলেন—
১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
২. গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ও সংস্কার করতে হবে।
৩. গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, ‘একটা আওয়ামী লীগের সন্ত্রাসীকেও আমরা কাঠগড়ার বাইরে দেখতে চাই না। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই আলটিমেটামের মধ্যদিয়ে আমাদের যে চলমান ব্লকেড কর্মসূচি, তা তুলে নিচ্ছি এবং অভিযান পরিচালনার ওপর কঠোর নজরদারি রাখব। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র-জনতা এক বছর পর আবারও জুলাইয়ে মাঠে নেমে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে এবং সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবারও অচল করে দেওয়া হবে।’
এসএআর/এমজে