সাউথইস্ট ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রোগ্রামের সনদ বিতরণ

সাউথইস্ট ইউনিভার্সিটির হাল্ট প্রাইজ ক্যাম্পাস প্রোগ্রাম ২০২৪–২৫ এর সার্টিফিকেট ও প্রশংসাপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাম্পাস প্রোগ্রামের প্রতিটি সদস্যকে সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, রূপান্তরমূলক ধারণা ও উদ্যোক্তা মানসিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদ। তিনি হাল্ট প্রাইজ টিমের চিন্তাশক্তিকে স্বাগত জানান এবং ভবিষ্যতের কমিটির জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও দূরদর্শী ভাবনাগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি ভবিষ্যতের পথচলায় তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক নুজহাত আফরিন ও বিবিএ বিভাগের প্রভাষক সোনিয়া আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাল্ট প্রাইজ সাউথইস্ট ইউনিভার্সিটির সমন্বয়কারী সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি সেশন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যম ও শক্তি প্রশংসনীয়। আমরা আগামীর রূপান্তরকারী ধারণার জন্য অপেক্ষা করছি।
এআইএস