মিডিয়া ফ্যাসিস্ট রেজিমের সম্মতি উৎপাদন করত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা গণমাধ্যমের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট রেজিম যেমন মিডিয়াকে ব্যবহার করে সম্মতি উৎপাদন করত, আজও কিছু গণমাধ্যম একই কাজ করছে।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি ‘হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সর্ব মিত্র লিখেন, ‘অল্প ক’দিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। আমি বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।’
তিনি একটি নির্দিষ্ট গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘একটা বামপন্থি মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আমার আপত্তি এখানে নয়, আপত্তি এই জায়গায়, আমি ঢাবির জন্য কী করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বপ্ন কী—তা তারা জানতে চাইলো না।’
সর্ব মিত্র অভিযোগ করে আরও বলেন, ‘গণমাধ্যমটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মুখ থেকে বিতর্কিত মন্তব্য বের করার চেষ্টা করছিল। ইন্টেনশনালি বিতর্কিত করতে চান, করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসিমুখে।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘স্রেফ বলবো, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন!’
এসএআর/এমএন