এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এতে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।
এতে নারীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় দীর্ঘ ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অডিটোরিয়াম থেকে বের হয়ে আসেন শিক্ষকরা।

আরও পড়ুন
বহিরাগতদের হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়।
বাকৃবির হেলথ কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ জারজিস আহমেদ জানান, হামলায় চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।