ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বামপন্থি সংগঠনের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন।
আরও পড়ুন
এ ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হককে এবং সদস্য করা হয়েছে সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এসএআর/এমজে