জবির সামনে অবৈধ বাসস্ট্যান্ড, এক সপ্তাহের জন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন এলাকায় থাকা অবৈধ বাসস্ট্যান্ড অপসরণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগেই আগামী এক সপ্তাহের জন্য বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ডিএমপি ট্রাফিক বিভাগ।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পদযাত্রা করলেও সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডিএমপি ট্রাফিক বিভাগ ও যৌথবাহিনীর সমন্বয়ে এক মিটিংয়ে আগামী এক সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার ঘোষণা করা হয় এবং তা বিকেল থেকেই কার্যকর করা হয়।
পদযাত্রায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার কেন্দ্র। অথচ এ ক্যাম্পাসের সম্মুখেই অবৈধ বাসস্ট্যান্ড তৈরি করে চাঁদাবাজি ও মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে। কয়েকদিন আগে আমাদের এক ছাত্রী বাসচাপায় আহত হয়েছেন। আমরা বহুবার দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। আজ থেকে রায়সাহেব বাজার পার হয়ে কোনো বাস ক্যাম্পাস এলাকায় প্রবেশ করতে পারবে না। যদি বাস ঢোকে, আর বাসের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এর দায় আমরা নেব না।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রক্টরিয়াল বডি, ডিএমপি ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সভায় বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া সহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএল/এমএন