জাবি শিক্ষকের মৃত্যুতে ইউটিএলের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল।
শুক্রবার( ১২ সেপ্টেম্বর) ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো.আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ইউটিএল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনরত অবস্থায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দেন।
এমএল/এআইএস