জাকসু নির্বাচনে দম্পতির বিজয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন এক দম্পতি। তারা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে অংশ নিয়েছিলেন।
দম্পতির মধ্যে তারিকুল ইসলাম কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন
তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
৩৩ বছর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী ছিলেন।
এই নির্বাচনে সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ২০টি পদে জয় লাভ করেছে।
লোটন আচার্য্য/এআরবি