ঢাবি প্রকৌশল অনুষদে আসছে বিএইইটি অ্যাক্রেডিটেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভাগসমূহকে বিএইইটি অ্যাক্রেডিটেশনের আওতায় আনা এবং গ্র্যাজুয়েটদের আইইবি মেম্বারশিপ নিশ্চিত করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে আইইবির সঙ্গে পরামর্শ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন এবং আসন্ন আইইবি টেক ফেস্ট ২০২৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
আইইবির প্রতিনিধিরা ডাকসুর উত্থাপিত দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। ফলে দীর্ঘদিনের কয়েকটি যৌক্তিক দাবি শিগগিরই বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ডাকসু।
সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।
এসএআর/এসএসএইচ