আবরার ফাহাদের কবর জিয়ারতে ডাকসু নেতারা

ভারতীয় আধিপত্যবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে এ জিয়ারত অনুষ্ঠিত হয়।
এ সময় আবরার ফাহাদসহ জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। কবর জিয়ারত শেষে ডাকসু নেতারা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
জিয়ারতে উপস্থিত ছিলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং শহীদ আবরারের পিতা বরকত উল্লাহ।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের প্রেরণার বাতিঘর। খুনি হাসিনার শাসনে আমরা ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হয়েছিলাম। আবরার শোষণ-আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার দেখানো পথের ওপর ভিত্তি করেই জুলাইয়ে বিপ্লব সংঘটিত হয়েছে। আবরারের চেতনা ও আকাঙ্ক্ষাই ছিল প্রতিটি শহীদ ও গাজীর আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, শহীদ আবরারের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে আগামী ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।
এসএআর/এআইএস