ব্যতিক্রমী প্রচারণায় রাকসুর সংস্কৃতি সম্পাদক প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যখন অন্যান্য প্রার্থীরা প্রচারণায় পোস্টার, লিফলেট এবং সভা-সমাবেশে ব্যস্ত, ঠিক তখন এক প্রার্থী সবার দৃষ্টি কেড়েছেন অভিনব এক উদ্যোগে। ছাত্রদল মনোনিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী প্রচারণায় নেমেছেন ঐতিহাসিক চরিত্র নবাব সিরাজউদ্দৌলার সাজে।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী পোশাকে সিরাজউদ্দৌলার রূপে দেখা যায় কাফীকে। এতে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।
নবাবের সাজে প্রচারণার কারণ জানতে চাইলে কাফী বলেন, নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি বাংলার স্বাধীনতা রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হন। আমি শুধু প্রচারণা নয়, প্রতিবাদের এক ভঙ্গিতেই এসেছি।
তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, আমাদের বর্তমান সংস্কৃতির ওপর আবারও যেন লর্ড ক্লাইভের মতো আগ্রাসন এসেছে। সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ভোটারদের কাছে হাজির হয়েছি। নবাব সিরাজ পলাশীর যুদ্ধে হারলেও আমি চাই এই নির্বাচনে যেন আমাকে হারতে না হয়। নির্বাচিত হতে পারলে ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা আরও জোরদার করবো।
উল্লেখ্য, রাকসুর এবারের নির্বাচনে ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৩০৬ জন। এছাড়া হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬০০ জন প্রার্থী। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
জুবায়ের জিসান/এআরবি