ছাত্রদলকে সমর্থন দিয়ে চাকসু থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও দপ্তর সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রাথমিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) প্যানেলে সুযোগ না পাওয়ায় তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে ছাত্রদলের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাঈদ মো. রেদোয়ান এবং দপ্তর সম্পাদক প্রার্থী সাখাওয়াত হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা গভীরভাবে উপলব্ধি করেছি ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং এর আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি।
তারা আরও জানান, দলীয়ভাবে মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং দপ্তর সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলামকে পূর্ণ সমর্থন জানিয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আরও পড়ুন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা স্পষ্ট করেন, এই সিদ্ধান্তে দলীয় কোনো চাপ ছিল না, বরং ব্যক্তিগত উপলব্ধি এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আতিকুর রহমান/এআরবি