শোকসন্তপ্ত আয়োজনে জবির ২০তম দিবস উদযাপন

গত এক মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মৃত্যুতে শোকসন্তপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এরই মধ্যে সাদামাটা আয়োজনে পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (২৭ অক্টোবর) `ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ' প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।
এদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর পৌনে ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে র্যালি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট মোড় ঘুরে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিজ্ঞান অনুষদের মাঠে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলোচনা সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এজন্য শিক্ষার্থী সহায়তায় তহবিল গঠন, হয়রানি প্রতিরোধে ‘কুইক রেসপন্স সিস্টেম’ প্রবর্তন এবং নিয়োগ প্রক্রিয়ায় জবি শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে কাজ করে যাব এই প্রত্যাশাই আমাদের। আজকের দিনে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই বিশ্ববিদ্যালয় দিবস ধুমধামের সঙ্গে পালন করা হয়ে আসছে। তবে এ বছর কিছু সাম্প্রতিক ঘটনার কারণে পুরো পরিবেশটি শোকাবহ হয়ে উঠেছে। সেই কারণেই আমরা এবার দিবসটি সাদামাটাভাবে আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, এবং এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে, গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিবের মৃত্যুর পর থেকে শুরু করে সর্বশেষ ১৯ অক্টোবর পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসেনসহ আরও তিনজন সাবেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে পুরো ক্যাম্পাসজুড়ে। এ কারণেই ২০ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবস এক সপ্তাহ পিছিয়ে এনে আজ ২৭ অক্টোবর উদযাপন করা হয়।
এমএল/এমএন