‘ডাকসুকে বিতর্কিত করতে নানা মহল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে’

ক্যাম্পাস পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহল ডাকসুকে বিতর্কিত করতে নানাধরণের মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন।
এবি জুবায়ের বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলকে দেখতে পাচ্ছি উঠেপড়ে লেগেছে ডাকসুকে বিতর্কিত করতে, আমাদের বিতর্কিত করতে। নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা কোনো অন্যায় কাজ করছি না। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের জন্যই কাজ করে যাচ্ছি। একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনও পাচ্ছি। এটাই আমাদের বড়ো প্রাপ্তি। এবং এই প্রাপ্তি সহকারেই একটা সুন্দর, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করে যাব।’
এবি জুবায়ের বলেন, ‘ডাকসুর অন্যতম কাজ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা। আর মাদক কারবার, পাগল, ভবঘুরে এবং যত্রতত্র অবৈধ দোকান মুক্ত একটা নিরাপদ, শিক্ষা ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ শিক্ষার্থীদের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই প্রশাসনের সাথে সমন্বয় করছি আমরা, প্রশাসনকে সহায়তা করছি।’
ডাকসু সমাজসেবা সম্পাদক বলেন, এই উচ্ছেদ অভিযান নতুন কিছুও না, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম প্রায়শই এরকম অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা সরিয়ে দেয়৷ ডাকসু হওয়ার পরে আমরা জাস্ট শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রশাসনের সাথে সমন্বয় করছি। প্রশাসনকে সহায়তা করছি। কারণ ব্যাপারটা সরাসরি আমাদেরই অধিকার সংশ্লিষ্ট।
এসএআর/এমএন