ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বৈশ্বিক স্বীকৃতি

সম্প্রতি ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)’ ডব্লিউইউআরআই’য়ের উদ্যোক্তা চেতনা বিভাগে ২৮তম স্থান অর্জন করেছে। এছাড়া ইউল্যাব ‘সংকট ব্যবস্থাপনাতে’ ২৭তম ও ‘নৈতিক মান’ বিভাগে ৩৯তম স্থান করে নিয়েছে।
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ও ডিআইএমএফএফ এর উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘বর্তমানে সামাজিক উদ্যোক্তারা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে আমাদের অনলাইন চলচ্চিত্র নির্মাণ কর্মশালার মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সামাজিক উদ্যোক্তা সৃষ্টিতে আমরা উৎসাহিত করছি।’
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি ডব্লিউইউআরআই থেকে ডিআইএমএফএফ এর জন্য উপহারের মতো, যা ভবিষ্যতে ডিআইএমএফএফ-কে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবে।’
এর আগে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ফুয়াদের ‘তবে কি পলায়নেই মঙ্গল?’ চলচ্চিত্রটি। এ বিষয় ফুয়াদ বলেন, ‘ক্যামেরায় গল্প বলা আমার মূল লক্ষ্য। আর সেটা যদি হয় মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে, তাহলে মন্দ নয়। সীমিত আয়োজনে ও কম বাজেটের মধ্য দিয়ে আমি দর্শকের সামনে আমার গল্প তুলে ধরতে পেরেছি। তবে সব গল্পই যে আমি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করতে পারবো সেটিও অনেক সময় সম্ভব নয়।’
এদিকে ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটিশন ও ওয়ান মিনিট- এই তিনটি ক্যাটাগরি নিয়ে শুরু হয়েছে ডিআইএমএফএফ-এর এবারের চলচ্চিত্র জমা কার্যক্রম। ‘ইন্ডিপেন্ডেন্ট’ বিভাগের জন্য যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্র জমা দিতে পারবেন। এরমধ্য থেকে সেরা চলচ্চিত্রটি পাবে ‘ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। ‘কম্পিটিশন’ বিভাগের জন্য শুধু বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চলচ্চিত্র জমা দিতে পারবেন; এই বিভাগ থেকে সেরা চলচ্চিত্রটি পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়ান মিনিট’ বিভাগের জন্য চলচ্চিত্র জমা দিতে পারবেন এবং এই বিভাগের সেরা চলচ্চিত্রটি পাবে ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’। আগামী ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে উৎসবের উদ্বোধনী এবং সমাপনী উৎসব ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, ২০২২ এ অনুষ্ঠিত হবে।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) ২০১৫ সালে যাত্রা শুরু করে। নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ-এই স্লোগানকে সঙ্গী করে মোবাইলের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।