শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগভিত্তিক বাস সার্ভিস দিচ্ছে জবি

ভূমিকম্প আতঙ্কের মধ্যে আগামীকাল (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একইসঙ্গে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দিয়ে নিরাপদে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সব বিভাগের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সব পরীক্ষা বন্ধ থাকবে। বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর মান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনের নেতৃত্বে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৪ ডিসেম্বর আরেকটি সভা হবে এবং ওই সভায় পরবর্তী সময়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সব বিভাগীয় শহরে পরিবহন সুবিধা নিশ্চিত করেছেন প্রশাসন। দেশের সাত বিভাগীয় শহরের উদ্দেশে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাস ছেড়ে যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপদ যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাত বিভাগে মোট ১৫টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএল/এসএসএইচ