টেকসই উন্নয়ন ভাবনার নতুন দিগন্তে গ্রিন ইউনিভার্সিটি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) সবুজ ক্যাম্পাসে বর্তমানে চলছে ব্যাপক কর্মতৎপরতা। সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন—"ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) কনফারেন্স ২০২৫"। এটি কেবল একটি অ্যাকাডেমিক আয়োজন নয়, বরং বিশ্বব্যাপী জ্ঞান, গবেষণা ও সমসাময়িক উন্নয়ন ভাবনা বিনিময়ের একটি বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
আগামী ২৭ ও ২৮ নভেম্বর পূর্বাচল আমেরিকান সিটি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত জিইউবি’র স্থায়ী সবুজ ক্যাম্পাসে দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য আয়োজন যেন বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে পরিচালিত উদ্ভাবনী-গবেষণার এক নন্দিত সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে।
কনফারেন্স আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, আইটিডি কনফারেন্স ২০২৫-এ মোট ১৯২টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যার মধ্যে ১১৩টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। জিইউবি আয়োজিত চতুর্থবারের এই কনফারেন্সের মূল প্রতিপাদ্য–“টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি : উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়”।
আয়োজক দেশ বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনামসহ নানা দেশের গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞেরা এই কনফারেন্সে অংশ নেবেন। এতে অ্যাকাডেমিক প্রবন্ধের পাশাপাশি টেকসই অর্থায়ন, ডিজিটাল রূপান্তর, করপোরেট গভর্নেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইনি কাঠামো, পরিবেশ আইন, মানবাধিকার ও এআই নৈতিকতাসহ বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন মনে করেন, এ আয়োজন শুধু সম্মেলন নয়, বরং এটি আমাদের শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং সামগ্রিক অ্যাকাডেমিক পরিবেশকে শক্তিশালী করার উদ্যোগও বটে। তার ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের “দৃষ্টিপথ প্রশস্ত করবে এবং তাদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় প্রস্তুত করবে।
আইটিডি কনফারেন্স ২০২৫ আয়োজন বিষয়ে জানতে চাইলে সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ বলেন, এ বছরের কনফারেন্সে বাংলাদেশের তরুণ গবেষকদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ করছি। আমাদের দেশে দিনে দিনে গবেষণাক্ষেত্রে যে এক ধরনের জাগরণ ঘটছে– এই কনফারেন্স তারই বাস্তব প্রমাণ। কনফারেন্সে নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলোকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে, যা আইটিডি সিরিজের গবেষণা উৎকর্ষ ও শ্রেষ্ঠত্বে স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য অব্যাহত রাখবে।
আইটিডি কনফারেন্স ২০২৫ আয়োজন বিষয়ে আলাপকালে জিইউবি‘র আইন বিভাগের চেয়ারপার্সন ড. মো. আরিফুজ্জামান বলেন, দু’দিনের এই আইটিডি সম্মেলনটি হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা ও গবেষণা অনুসন্ধানের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বৈশ্বিক অংশীদারিত্বের সম্ভাবনাময় পথরেখা উন্মোচিত হবে।
কনফারেন্স টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির প্রধান ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন মনে করেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন জ্ঞানের সঙ্গে উদ্ভাবনকে যুক্ত করা ছাড়া উন্নয়নের নতুন পথ খুলবে না। আইটিডি কনফারেন্স সেই যাত্রারই অংশ।
উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়– মানবসম্পদ উন্নয়ন, জ্ঞানচর্চা ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারই ভবিষ্যতের মূল চাবিকাঠি। আইটিডি কনফারেন্স ২০২৫ ঠিক সেই জায়গাটিকে সামনে এনে দাড় করিয়েছে, যেখানে বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী নয়, বরং একটি গবেষণাকেন্দ্রিক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। সব মিলিয়ে বলা যায়, গ্রিন ইউনিভার্সিটির আইটিডি কনফারেন্স ২০২৫ বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা জগতের ভাবনা, দৃষ্টি ও আকাঙ্ক্ষায় এক নবতর মাত্রা যোগ করতে যাচ্ছে।
এমএন
