কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের, দ্রুত সংস্কারের দাবি

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। বিকেল ৪টা পর্যন্ত চলা এ অবরোধের ফলে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
পরে কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান এবং সড়ক ও জনপদ বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা বলেন, আজ থেকেই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। যেসব স্থানে সমস্যা রয়েছে, সেসব জায়গায় নতুন করে পিচ ও ইট বিছিয়ে সংস্কার করা হচ্ছে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বেশিরভাগ অংশ এখন মৃত্যু-ফাঁদে পরিণত হয়েছে। হাজারো শিক্ষার্থী ও যাত্রী প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। শিক্ষার্থীরা বহুবার দাবি তুললেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে ডেকেছি। তারা এসে আমাদের দাবির বাস্তবায়ন নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।
অন্যদিকে সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। তারা বলেন, সড়কের অবস্থা সত্যিই নাজুক। তবে রাস্তা বন্ধ থাকায় যাত্রীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
এআরবি