কুমিল্লায় চাকরিচ্যুত ব্যাংকারের মরদেহ উদ্ধার, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়া উপজেলার এক চাকরিচ্যুত ব্যাংকার কুমিল্লায় নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয়রা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পটিয়া উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকায় কয়েকশ চাকরিচ্যুত ব্যাংকার ও স্থানীয় মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৪৫)। তিনি একটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা। আবদুল আজিজ চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা এবং আবদুল আলমের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় আবদুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে কথা বলার কারণেই আবদুল আজিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
এমআর/এসএসএইচ