ছাত্রদলের হামলায় তেজগাঁও কলেজের ছাত্র নিহত, ঢাবিতে বিক্ষোভ

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবাহ তার বক্তব্যে বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে দুঃখজনক ভাবে আরেকটা আবরার ফাহাদ ঝরে গেলো। শহীদ সাকিবের অপরাধ ছিলো সে কলেজ ছাত্রাবাসে বসে প্রকাশ্যে ছাত্রদলের ছাত্র নামধারী মাদকাসক্ত সন্ত্রাসীদের মাদক সেবনে বাধা দিয়েছিল। আর এটাই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। ঝরে গেলো একটি স্বপ্ন, একটি পরিবার।”
তিনি আরও বলেন, “দেশের শিক্ষাঙ্গন গুলোতে শহীদ সাকিব হলো টেস্ট কেইস। এই নব্য সন্ত্রাসীরা পেশী শক্তির জোরে বহিরাগতদের নিয়ে পুনরায় ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। স্থানীয় প্রশাসন, কলেজ কমিটি, প্রশাসন ও কলেজের গুরুত্বপূর্ণ পদ দলীয়করণ করে এরা শিক্ষার্থীদের জিম্মি করে পুনরায় লীগের মতো দখলদারিত্ব কায়েম করার পাঁয়তারা করছে।”
যুবাহ বলেন, “এখনই সময় এই নব্য সন্ত্রাসীদের রুখে দেওয়ার। আমরা সাকিবের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক দৃশ্যমান বিচারের আওতায় দেখতে চাই।”
হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জিয়া হলের শিক্ষার্থী সাদিক মুনেম। এছাড়া এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ও বিচার চেয়ে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষার্থী সালমান খান এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী রিয়াদ ও ফারহান।
এসএআর/এমটিআই