নাটক করে লাভ নেই, হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার চাই : ইউটিএল

রাজধানীর বিজয় নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের অতি দ্রুত যেখান থেকে পারুন গ্রেপ্তার করুন। আগে গ্রেপ্তার, তারপর বাকি কথা; কোনো নাটক করে লাভ নেই বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে হাদির ওপর হামলার প্রতিবাদে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জবি চ্যাপ্টার আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ড. বিলাল হোসাইন বলেন, আজ ১৮ কোটি মানুষ ওসমান হাদির জন্য কাঁদছে, কারণ তিনি তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শরীফ ওসমান হাদি এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
তিনি বলেন, যারা হাদীর কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, যারা প্রকাশ্যে গুলি করেছে, আজ পর্যন্ত তাদের পরিচয় আমরা জানতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ধরনের টালবাহানা না করে গ্রেপ্তার করতে হবে। খুনিরা কোথায় পালিয়েছে, তা বলে কোনো লাভ নেই। খুনিরা যেখানেই থাকুক, তাদের ধরা উচিত।
তিনি আরও বলেন, হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার শক্তি। হাদি আঠারো কোটি মানুষের কণ্ঠস্বর। আজ যারা হাদিকে গুলি করেছে, কেন করেছে, তা দেশের মানুষ জানে।
মানববন্ধনে ইউটিএলের জবি চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী বলেন, ওসমান হাদিকে শেষ করা যাবে না। আমরা বিশ্বাস করি, প্রতিটি ঘরে ঘরে আবার হাদি জন্মাবে এবং সেই সঙ্গে জুলাই বিপ্লবের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তা বাস্তবায়িত হবে। আমরা প্রকৃত স্বাধীনতার যে চাওয়া, তা বাস্তবায়ন করব। আমরা চাই আমাদের হাদি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।
মানববন্ধন শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদির সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ইউটিএলের জবি চ্যাপ্টারের আহ্বায়ক আবু লায়েকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এমএল/এমজে