জাবিতে চলছে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়ছেন ২২৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের দ্বিতীয় ধাপের ৫টি শিফটে ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ সকাল ৯টায় শুরু হয়েছে। এর আগে গতকাল ছাত্রদের চারটি শিফটে পরীক্ষা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট ৩১০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ ভর্তিইচ্ছুক শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনে ২২৬ আবেদনকারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জীববিজ্ঞান অনুষদের খুলনা থেকে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর অবিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ক্যাম্পাসে সবাইকে ডেকে এনে পরীক্ষা নেওয়া শুধু টাকা নষ্ট নয়, অভিভাবক ও শিক্ষার্থীদের হয়রানি করা। সায়েন্স আর্ট, কমার্স—তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়া উচিত এবং সেটা বিভাগীয় পর্যায়ে হওয়া দরকার। এভাবে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া এবং ক্যাম্পাসে হওয়া হয়রানি ছাড়া কিছু না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, নানা কারণে এ বছর শিফট পদ্ধতি বাতিল করা ও বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে একাডেমিক কাউন্সিল ও পরীক্ষা কমিটির সভায় এমন একটি সিদ্ধান্ত হয়েছে যে আগামী বছর কীভাবে এই পদ্ধতি বাতিল করা যায় এবং এক দিনে পরীক্ষা শেষ করা যাবে, সেসব নিয়ে জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করা হবে।
আরকে