শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদ চত্বরে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রহমত আলী বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, একটি আদর্শ ও প্রতিবাদী রাজনীতিকে দমনের অপচেষ্টা। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, বীর শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আজও না হওয়া আমাদের জন্য লজ্জার। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড আরও বাড়বে, যা আমরা আর হতে দেব না।
রিপন শাহরিয়ার/এআরবি