বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন দিলো ইউজিসি

দেশের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিইউবিটিতে দুটি নতুন যুগোপযোগী ও অত্যন্ত চাহিদাসম্পন্ন প্রোগ্রাম চালুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। প্রোগ্রাম দুটি হলো— বিএসসি ইন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। চলতি বছরের জানুয়ারি (২০২৬) সেশন থেকেই এই প্রোগ্রামগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বর্তমান বিশ্বের প্রযুক্তিগত বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদাকে সামনে রেখে এই প্রোগ্রামগুলো সাজানো হয়েছে। ‘বিগ ডাটা’, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং উচ্চতর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই নতুন কারিকুলামের মূল লক্ষ্য। যারা ডাটা সায়েন্সের বিশাল জগতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান কিংবা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য বিইউবিটি এখন এক আদর্শ গন্তব্য।
এই নতুন দুই প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত এবং এই অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট বিশেষভাবে কৃতজ্ঞ। সময়ের প্রয়োজনে এই যুগোপযোগী প্রোগ্রাম দুটি চালুর মাধ্যমে বিইউবিটি শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ইন্ডাস্ট্রি-রেডি গ্র্যাজুয়েট তৈরি করা। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, যা তাদের দেশি ও বিদেশি প্রযুক্তি বাজারে সফলভাবে নেতৃত্ব দিতে প্রস্তুত করবে।’
আগ্রহী শিক্ষার্থীদের ২০২৬ সালের জানুয়ারি সেশনে ভর্তির জন্য বিইউবিটি ক্যাম্পাসে অথবা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এসএসএইচ
