জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবীই হলেন জকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার ও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক’। ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঘোষিত জকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে নূর নবী ৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের অনিক কুমার দাস পেয়েছেন ৪ হাজার ৬৯৯ ভোট। অর্থাৎ ৭০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নূর নবী।
জয় পাওয়ার পর নূর নবী বলেন, ‘শিক্ষার্থীরা জুলাইয়ের প্রতি সম্মান রেখেই আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জুলাইয়ের চেতনাকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক্স্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করে যাব।’
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে নূর নবী আন্দোলনের সামনের সারিতে ছিলেন। গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। দীর্ঘ কারাবাস শেষে ৭ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। নূর নবী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
এবারের জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ মোট ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় পেয়েছেন।
এমএল/বিআরইউ