ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ‘ঐত্রী বরণ’ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’–এর নবীন বরণ অনুষ্ঠান ‘ঐত্রী বরণ’ অনুষ্ঠিত হয়েছে। এতে নবীনতম ‘ঐত্রী’ ব্যাচের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান বেলা ২টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানজুড়ে নবীন সদস্যদের পরিবেশনায় ছিল আবৃত্তি, গান, নৃত্য ও নানা মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও নির্দেশক ফয়জুল্লাহ সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিক্ষক উপদেষ্টা তানভীর নাহিদ খান।
সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান।
এসএআর/এমজে