ঢাবিতে চাঁদাবাজির ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে ছাত্রদলের কয়েকজন নেতার চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত ভিডিওচিত্র প্রমাণসহ প্রজেক্টরে প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত ভিডিওচিত্র ডকুমেন্টারি আকারে প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, সদস্য মো. শাহিনুর রহমানসহ হল সংসদের নেতারা।
এসময় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আজকের এই ডকুমেন্টারি প্রদর্শনের উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজমুক্ত করা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের মুক্ত করা যায়, তাহলে সারা বাংলাদেশ থেকেও এসব অপকর্ম দূর করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে নিজ দলের ভেতর থেকেই ব্যবস্থা নিতেন। আমরা আশা করেছিলাম তারেক রহমান দেশে ফিরে তার দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
আহ্বান জানিয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বলেন, ‘আপনাদের দলের যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন। তা না হলে ছাত্রজনতা যেভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছে, একইভাবে আপনাদেরও প্রতিহত করবে।’
এসএআর/এসএসএইচ