‘বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পনার রূপরেখা দেশবাসী জানবে’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণায় করণীয় নির্ধারণে মতবিনিময় সভার আয়োজন করে বাকৃবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তারেক রহমান শতাধিক সামাজিক কাজকে একটি কার্ডের আওতায় আনবেন। সেটিই ফ্যামিলি কার্ড। তারা প্রশ্ন করে তারেক সাহেবের পরিকল্পনা নিয়ে এবং বলে সব পরিকল্পনা তো বাজেটের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু তারা জানেই না দেশে একশ ত্রিশের অধিক সামাজিক কর্মসূচি রয়েছে। গত ১ বছর যাবৎ বিশ্লেষণ করে তারেক রহমান এসব পরিকল্পনা সাজিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলে সেটার রূপরেখা দেশবাসী জানবে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি ইসলামী দল গ্রাম পর্যায়ে ধর্মকে এমনভাবে ব্যবহার করছে, যেন ৫ আগস্টের আগে যে ইসলাম ছিল সব মনে হয় ভুল ছিল। পরে এসে নতুন দল নতুনভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে নেমেছে। নতুন ভাবে ইসলামী গণতন্ত্র কায়েম করবে। আমেরিকাও নাকি তাদেকে ক্ষমতায় দেখতে চায়।
ইসলামী ছাত্রশিবিরের বিষয়ে তিনি বলেন, শিবির নাকি গণতান্ত্রিক দল। কিন্তু দেখে থাকবেন তাদের সেক্রেটারি সবসময় সভাপতি হয়। এর ব্যত্যয় কখন দেখা যায়নি। তাহলে তারা কেমন গণতান্ত্রিক দল?
তিনি আরও বলেন, ছাত্রশিবির বা জামাত করতে হলে কিছু শর্ত আছে। যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়বে এরপর গালিগালাজের ট্রেনিং নিবে। আপনি বোঝেন বা না বোঝেন ২টা গালি দিয়ে ঘুমাতে হবে। অথবা নামাজে যাওয়ার আগে ১০টি কমেন্টে গালি দিতে হবে। এছাড়া জামাত ইসলাম কিংবা ছাত্রশিবির করা সম্ভব নয়।
শেরপুরের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, জামাত নেতা যিনি মারা গিয়েছে তার জন্য সমবেদনা জানাচ্ছি। কিন্তু এটি ছিল দুই পক্ষের সংঘর্ষ। প্রথম হামলা করলো জামাত। পুলিশ, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করার পরেও তাদের খামখেয়ালিতে এমন দুর্ঘটনা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মুসাদ্দিকুল ইসলাম/আরকে