ঢাবি ছাত্র অধিকার পরিষদ নেতা আকরামের জামিন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

১৯ আগস্ট ২০২১, ১০:২৮ পিএম


ঢাবি ছাত্র অধিকার পরিষদ নেতা আকরামের জামিন

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আকরাম। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও সাহিত্য সম্পাদক জাহিদ আহসান।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন দীর্ঘদিন মিথ্যা রাজনৈতিক মামলায় জেলে থাকার পর আজ দুপুরে মুক্তি পেয়েছেন। এর আগে গত ১২ আগস্ট দুই মামলায় জামিন পান আকরাম।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আকরাম হোসেনকে গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এইচআর/এসকেডি

Link copied