ওয়ান ইলেভেন ও একুশে আগস্ট একই সূত্রে গাঁথা : মুক্তিযুদ্ধ মঞ্চ

ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের কুশীলবদের বিচারসহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সমাবেশে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্রকারী কুশীলবদের শাস্তির দাবি ওঠার পরও রাষ্ট্র কর্তৃক আজ পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এখনো চলমান।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধুকন্যাকে ক্ষমতা থেকে হটিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার নানাবিধ ষড়যন্ত্র চলছে। অবিলম্বে কুশীলবদের রাষ্ট্রদ্রোহের মামলায় বিচার করতে হবে।
সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্র এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনা ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ভাস্করশিল্পী রাশা, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ প্রমুখ।
এইচআর/আরএইচ