জবি সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক জোবায়ের

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪ এএম


জবি সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক জোবায়ের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইনে ভোটগ্রহণ করা হয়। সর্বমোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মাহমুদুল হাসান তানভীর, অর্থ সম্পাদক পদে কালেরকণ্ঠের মাসুদ রানা, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য-১ পদে জাগো নিউজের রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্য-২ পদে মানবজমিনের জয়নুল হক ও বাংলাদেশের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হুসাইন যৌথভাবে নির্বাচিত হন।

এমটি/এসকেডি

Link copied