চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯ পিএম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। বুধবার (১ সেপ্টেম্বর) পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত রয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পালি বিভাগের চতুর্থ বর্ষ বিএ (অনার্স) ফাইনাল পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

এর আগে সরকারঘোষিত লকডাউন তুলে নেওয়ায় চলতি মাসের ১১ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা শুরু করতে পারবে বলে জানায় প্রশাসন।

সেই বিজ্ঞপ্তিতে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতি অবনতি হলে অনলাইনে কীভাবে পরীক্ষা সম্ভব সে বিষয়ে বিভাগগুলোকে নিজ নিজ কমিটির সভা করে সিদ্ধান্ত নিতে বলা হয়। সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে অনুষদের ডিনকে জানাতে বলা হয়।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির কাছে পাঠানো হবে। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ সালের পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলেও জানা যায়।

এমএসআর

Link copied