জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০ কুকুরকে টিকা প্রদান

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

০১ অক্টোবর ২০২১, ০৫:২২ পিএম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০ কুকুরকে টিকা প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে এগ্রোভেট বায়ো সলিউশনের সহযোগিতায় প্রায় ৫০ কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ প্রদান করা হয়েছে। এ সময় আরও অন্তত ২০ কুকুরকে বন্ধ্যাকরণ করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ কুকুরদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসা দেওয়া হয়। এ টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে।

Dhaka Post

ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্মনিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে তেমনি নিরাপদ থাকবেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন পেট কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, এগ্রোভেট বায়ো সলিউশনের পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যান্ড পেট কেয়ার নেটওয়ার্কের (বিভিপিএন) পরামর্শক মোহায়মেনুল হক পাদ্ম ও বাংলাদেশ ভেটেরিনারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউটের ট্রেইনিং অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক শেখ মাসুদুর রহমান ও প্রভাষক মনিরুল ইসলাম।

এছাড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শুভ শর্মা, সহসাধারণ সম্পাদক আলকামা আজাদ, প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া, কোষাধ্যক্ষ তামান্না বিনতে ফারুক, যুগ্ম কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা (প্লাবন), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তামান্না ইসরাত মীম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলকামা/এমএসআর

Link copied