কাল থেকে চলবে জাবির বাস

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ১১ অক্টোবর থেকে আবার বাস সার্ভিস চালু করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার এ তথ্য জানান।
অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘আগামী ১১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য ৬টি বাস চলবে। তবে শুক্রবার ও অন্যান্য ছুটির দিন চলবে ৫টি বাস। এছাড়া ২১ তারিখ থেকে শিক্ষার্থীদের জন্য মোট বাস চলবে ১৫টি। এর মধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য থাকবে ৯টি বাস।’
এছাড়া শিক্ষকদের জন্য বর্তমানে চলছে ৬টি বাস তবে ২১ তারিখ থেকে এ সংখ্যা বেড়ে হবে ১৩টি। শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করার কথা বলেন তিনি। শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে।
আলকামা/এমএসআর