অভিনেতা ইনামুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

Dhaka Post Desk

ঢাকা কলেজ প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২১, ০২:৪৬ এএম


অভিনেতা ইনামুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

মঙ্গলবার (১২ অক্টোবর) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থানে এদেশের জনগণকে উদ্বুদ্ধ করার মহতী প্রয়াসে ড. ইনামুল হক আন্দোলনমুখী নাটকে অংশ নেন। আজীবন তিনি নাটকের মাঝে জীবনবোধ ও বাস্তবতার মিশেল ঘটিয়েছেন। তার হাত ধরেই বাংলাদেশের নাট্যাঙ্গন আজ এক অনুপম উচ্চতায় সমুজ্জ্বল।’

উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের নাট্যাঙ্গনের বিকাশে ড. ইনামুল হকের অবদান অনন্য। তার ব্যক্তিগত জীবনে বহুমাত্রিক প্রতিভার যেমন অপূর্ব সম্মিলন ঘটেছে, তেমনি তিনি পরম যতনে তার কর্মে নিজের মেধা ও প্রজ্ঞার দীপ্তিমান বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার কর্মের জন্য তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।’

শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরএইচটি/এইচকে 

Link copied