প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. ইফফাত জাহান

চার বছরের জন্য প্রফেসর ড. ইফফাত জাহানকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রফেসর ড. জাহান তার ২৫ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ; টাঙ্গাইল, সরকারি সংগীত কলেজ; তিতুমীর সরকারি কলেজ; ঢাকা এবং ভোলা সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন।
তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে ইতিহাসে পিএইচডি লাভ করেন। এর আগে ড. জাহান ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ এবং ১৯৭৮ সালে একই বিষয়ে বি এ সম্মান ডিগ্রী নেন।
তার লেখা আর্টিকেলগুলো বিভিন্ন বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন ফোরামে তার কাজ ও পেপার উপস্থাপন করেছেন।
প্রফেসর ড. জাহান কলকাতার যতীন্দ্রমোহন সংগ্রহশালা, মুসলিম সাহিত্য সংসদ ও এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের আজীবন সদস্য। তিনি ঢাকা মেট্রোপলিটন রোটারি ক্লাবের সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশের প্রধান সারির কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান যোগ্যতার সঙ্গে পরিচালনা করছেন। টেকনোমেট্রিকস লিমিটেডে চেয়ারম্যান, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানিতে ভাইস চেয়ারম্যান এবং অনন্যা অ্যাপারেলস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. জাহান দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
এমএইচএস
